আলো আঁধারেতে লুকোচুরি
বেলা শেষে আজ এ অবেলায়!
থাকব বলেও আজ সে নেই।
তবে অভিযোগ নেই তব প্রতি।
স্বপ্নে যে তাশের ঘর গড়েছি,
তা অচিরেই গেল ভেঙে।
সে নেই বলে আমি যে ভাল নেই
এ কথা বলা ভুলই হবে।
নিকোটিনের ধোয়ায় যে জীবণ
শেষ করে ফেলছি তাও নয়।
কারণ সে নাই বা ভালোবাসতে পারে,
তবে এ জীবণ তো আমার !
আমি তাই ভালোবাসি আমাকে।
তোমাকেও ভালোবাসতাম
তবে সেটা আমার নিজের থেকে
কোন অংশে বেশী নয়।
ভালোই হল সে গেঁছে চলে।
আরো বেশী সময় পেলাম
নিজের জীবণকে গোছানোর।
সময় হল নিজেকে সময় দেওয়ার।
সে ছিল একটা ঝরা পাতা আমার জীবনে।
একটা সময় কাছে থেকে
ঝরে গেল জীবণের সেই ঝরা পাতা।
জীবণের এই ঝরা পাতা
নাকি জীবণকে এলোমেলো করে?
তবে আমার ক্ষেত্রে ঝরা পাতা
হল একটা নিষ্ঠুর বাস্তবতা।
যা নিজেকে পুড়িয়ে
খাঁটি সোনা করতে সাহায্য করে।
হয়তো আমার জীবণেও বিধাতা
ঝরা পাতা দিয়েছে-
জীবণের বাস্তবতা শিখতে।