তুই ভুললে জগৎ ভোলে,
কিন্তু ভুলতে কি আমি পারি,
ভোলার মত মন চাই তাহাকে-
কোথায় গেলে আমি যেন পাই।
অসীমের সন্ধানে চলি সেখানে,
কোনো খোঁজ ঠিকানা পাই না-
আমি-আমি করি আমার ভিতরে,
আমিত্ব ভুলে করি কি তাহার ঠিকানা।
তুই ভুললে জগৎ ভোলে,
কিন্তু ভুলতে আমি পারি।
পারা-পারের জগতে এসেছি,
তোমাকে নিয়ে যেতে চাই সেই ঠিকানায়,
কৃষ্ণ কৃষ্ণ বলে জ্ঞান হলে- যাবে সেই সন্ধ্যানে-
তুই ভুললে জগৎ ভোলে,
কিন্তু ভুলতে কি আমি পারি।
পাগল রাধা প্রসাদের এই মিনতী,
তোমার চরণ ছাড়া হইনা আমি-
কৃষ্ণ কৃষ্ণ বলে মরতে যেন পারি।
তুই ভুললে জগৎ ভোলে,
কিন্তু ভুলতে কি আমি পারি।
……………………………..
কবিতা: ভালোবাসার কৃষ্ণচূড়া
শেখ শরীফ হাসান
তুমি আসবে? কৃষ্ণচূড়া তলাতে হাটবে খালিপায়ে?
তোমার নরম পায়ের নিচে, লাল কৃষ্ণচূড়া যেনো আদরে দলমল হবে।
ধোরবে আমার হাত? এক সাথে মাড়াবো কৃষ্ণচূড়া।
তুমি গুণগুণ করে গাইবে, আমি চেয়ে থাকবো তোমার মুখপানে।
হঠাৎ দাড়িয়ে আদোরে কুড়িয়ে-কৃষ্ণচূড়া, গুজে দেবো তোমার কানের উপরে।
চেয়ে থাকবে তুমি আমার চোখে।
মুচকি হেসে আবার হাতটি ধরে হাটতে থাকবো মোরা।
আসবেকি, তুমি আমার কৃষ্ণচূড়া তলে?