মে ৭, ২০১৯
মণিরামপুরে ধর্ষণ, ডাকাতি ও শিশু পাচার আতংক, রাত জেগে পাহারা দিচ্ছে মানুষ
মো. আব্বাস উদ্দীন, মণিরামপুর (যশোর): ধর্ষণ, ডাকাতি ও শিশু পাচার আতংকে নির্ঘুম রাত কাটাচ্ছে যশোরের মণিরামপুরের অন্তত ২০ গ্রামের মানুষ। নারীর সম্ভ্রম, ডাকাতি ও শিশু পাচার রক্ষায় রাত জেগে পালাক্রমে পাহারা দিচ্ছে তারা। সন্ধ্যা নামলেই মসজিদের মাইক থেকে মাইকিং করে পাহারা দেওয়ার জন্য গ্রামবাসীকে আহবান করা হচ্ছে। গত রবিবার (৫ মে) সন্ধ্যার পর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের লক্ষণপুর গ্রামের দাসপাড়ায় অপরিচিত দুজন নারীকে দেখে এলাকাবাসী তাদের পরিচয় জানতে চায়। এসময় ওই নারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে এলাকাবাসী তাদের একজনকে আটক করে মনিরামপুর থানা পুলিশের হাতে সোপর্দ করে। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর ধারণা ওই নারীরা বোরকা বাহিনীর সদস্য বা শিশু পাচারকারী হতে পারে। এরপরই এলাকায় খবর ছড়িয়ে পড়ে ধর্ষণ, ডাকাতি ও শিশু পাচারকারীরা সক্রিয় হচ্ছে। এই আতঙ্কে এলাকাবাসী রাত জেগে পাহারা দিচ্ছেন। খোঁজ খবর নিয়ে জানা যায়, উপজেলার হয়াতপুর, আটঘরা, ত্রিপুরাপুর, পারখাজুরা, হাজরাকাটি, চালুয়াহাটি, তাজপুর, হালসা, পাড়দিয়া, চন্ডিপুর, ঝাঁপাসহ বিভিন্ন গ্রামে রাত জেগে পালাক্রমে পাহারা দেওয়া হচ্ছে। 8,555,867 total views, 6,473 views today |
|
|
|