কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে নবী খাতুন (৬০) নামে এক বৃদ্ধ নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার তারালী ইউনিয়নের পাইকাড়া গ্রামের মৃত পেচুর আলীর স্ত্রী।
শুক্রবার (৩ মে) এই ঘটনা ঘটে।
নবী খাতুনের ছেলে মনিরুল ইসলাম (২৬) জানান, মৎস্য ঘের থেকে বাড়ি এসে তিনি তার মায়ের খোঁজ করছিলেন। কিন্তু খোঁজাখুজির একপর্যায়ে তাদের আসবারপত্র রাখার ঘরে গিয়ে দেখতে পান গলায় ওড়না পেচানো অবস্থায় তার মা নবী খাতুনের মৃতদেহ পড়ে আছে।
থানায় খবর দিলে থানার উপ-পরিদর্শক মনির হোসেন মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে আসে। শনিবার সকালে তার মৃতদেহ সাতক্ষীরায় মর্গে প্রেরণ করা হবে।