এপ্রিল ১১, ২০১৯
মণিরামপুরে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় পুড়ে গেছে ফসলের মাঠ: প্রতিবাদে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে ইটভাটার নির্গত বিষাক্ত ও তপ্ত ধোঁয়ায় ধানের থোড় পুড়ে যাওয়াসহ সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের অধিকাংশই প্রান্তিক চাষী। জমি বর্গা নিয়ে ধান চাষ করেছেন তারা। কেবল ধানেরই ক্ষতি হয়নি- পটল, বরবটি, করলা সবজি ক্ষেতেও ব্যাপক ক্ষতি হয়েছে। চাষীরা বাকিতে সার, কীটনাশক ও পানি কিনে আবাদ করেছেন। এখন কিভাবে বাকি টাকা শোধ করবেন এ চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। ধানসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতির প্রতিবাদে ও ক্ষতি পূরণ এবং ইটভাটা উচ্ছেদের দাবিতে ক্ষতিগ্রস্ত কৃষকরা মানববন্ধন করেছেন।
8,561,102 total views, 11,708 views today |
|
|
|