এপ্রিল ২৩, ২০১৯
কপিলমুনিতে গ্রাম আদালতের ভূমিকা প্রশংসিত
কপিলমুনি প্রতিনিধি: কপিলমুনিতে গ্রাম আদালত প্রশংসিত ভূমিকা রাখছে। আদালতে মামলার জট কমাতে ও জণগণের কাছে স্থানীয় বিচার ব্যবস্থার সুবিধা পৌঁছে দিতে ২০০৬ সালে গ্রাম আদালত আইন পাস হয়, যা ২০১৩ সালে সংশোধিত হয়। এই আইনে ইউনিয়ন পরিষদকে ছোটখাটো মামলা নিষ্পত্তির ক্ষমতা প্রদান করা হয়। সেই অনুযায়ী স্থানীয় পর্যায়ের অনেক মামলাই গ্রাম আদালতে নিষ্পত্তি হচ্ছে। তবে উপকরণাদি, দক্ষ জনশক্তি ও প্রয়োজনীয় অবকাঠামোর অভাব ও স্থানীয় জনগণের অসচেতনতা গ্রাম আদালতের মাধ্যমে বিচারিক সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে চ্যালেঞ্জ হিসেবে কাজ করছে। 8,602,887 total views, 10,766 views today |
|
|
|