এপ্রিল ১৫, ২০১৯
মোকাম আলী খানের কবিতাগুচ্ছ: ‘মুজিব মানেই বাংলাদেশ’ সুভাষ চৌধুরী
‘মুজিব মানেই বাংলাদেশ’ তিন শব্দের এই ছোট্ট বাক্যটি বারবার ধরা পড়েছে লেখকের ভাষার অক্ষরে। যার জন্ম বাংলাদেশকে স্বাধীনতার স্বাদ এনে দিয়েছে, তিনিই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মহাকালের ইতিহাস সাক্ষ্য দিচ্ছে তিনি জাতির পিতা। দেশ জাতি সমাজ এবং বিশ^ময় এমন সুমহান মর্যাদা যার তিলকে খচিত, তাকে নিয়ে বারবার রচিত হয়েছে ইতিহাস। কবি লিখেছেন কবিতা, সাহিত্যিক রচনা করেছেন বই, প্রবন্ধকার দিয়েছেন প্রবন্ধ। গীতিকার লিখেছেন ‘শোন একটি মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি ওঠে রনি’র মতো হাজারো গান। বঙ্গবন্ধুর জীবনের প্রতিটি বাঁকে দেশ ও মাটির জন্য যে অসামান্য অবদান রয়েছে তা তুলে ধরার প্রয়াস পেয়েছেন একজন মোকাম আলী খান। মোকাম আলী খান নিজেই একজন লেখক, কবি, গীতিকার ও চলচ্চিত্র বক্তিত্ব। 8,561,760 total views, 465 views today |
|
|