এপ্রিল ২৭, ২০১৯
মণিরামপুরে ছাত্র শিবিরের ২৩ নেতাকর্মী আটক, বোমা উদ্ধার
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুরে নাশকতার প্রস্তুতির গোপন বৈঠককালে ইসলামী ছাত্র-শিবিরের ২৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার চালুয়াহাটির হায়াতপুর-শাহপুর হাফিজিয়া মাদ্রাসা চত্বর থেকে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে চারটি বোমা, একটি ব্যানার ও সংগঠনের কিছু বই পুস্তক উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, যশোর জেলা ইসলামী ছাত্র শিবিরের পূর্ব শাখা প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ, খুলনা ডুমুরিয়া উপজেলার চুকনগর কলেজের প্রভাষক মনিরুল ইসলাম, যশোর মশিউর রহমান আইন মহাবিদ্যালয়ের ছাত্র শামীম হোসেন, কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি এলাকার হাবিব হাসান, ভাল্লুকঘরের বিল্লাল হোসেন, মির্জানগরের সিরাজুল ইসলাম, মণিরামপুর উপজেলার ঝাঁপা গ্রামের রাসেল কবির, হানুয়ার গ্রামের এনামুল হক, খালিয়া গ্রামের আবু মুছা, শ্যামকুড় এলাকার আহাদ আলী, নোয়ালী গ্রামের সাজিম হোসেন, নেংগুড়াহাট এলাকার ইয়াছিন আরাফাত, শাহপুর গ্রামের নাজমুস সাকিব, খেদাপাড়া এলাকার গোলাম আযম, গালদা গ্রামের খালিদুর রহমান, পারখাজুরা গ্রামের সাইফুল ইসলাম, রোহিতা গ্রামের মাহাফুজ হোসেন, হাজরাকাটি গ্রামের মেহেদী হাসান, বাপ্পি হোসেন, রতেœরশ্বরপুর গ্রামের মনিরুল ইসলাম, একই গ্রামের ইস্্রাফিল হোসেন ও মদনপুর গ্রামের মাছুম বিল্লাহ। 8,552,295 total views, 2,901 views today |
|
|
|