অলস নূপুরধ্বনি শুনে কাটিয়েই দিতে পারি, এমন বৃষ্টি উদাস ভরদুপুর। তুমি ঘর উঠোনে আর কতো ছুটবে- সংসারের অজুহাতে, রক্তআলতা রাঙা পায়ে, নূপুরজোড়াও বুঝি- তোমারই মত উচ্ছ্বল, শব্দবহুল। শব্দে গন্ধে তিলাঘুঘুজোড়া ডুবে থাক, যেখানে ভরদুপুর থমকে দাঁড়ায়, বাদলসখা মহানিমের ছায়ায়, আমাদের মফঃস্বলে এসব দুপুরগুলো, তোমার মেঘ কাজল মাখা চোখের মতই, দুর্বোধ্য, তবুও মোহময়।
8,562,950 total views, 1,655 views today