এপ্রিল ১৯, ২০১৯
কপিলমুনি কলেজে মতবিনিময় ও কাশিমনগর মহানামযজ্ঞ অনুষ্ঠান পরিদর্শনে এমপি-আক্তারুজ্জামান বাবু
কপিলমুনি প্রতিনিধি: পাইকগাছা-কয়রা (খুলনা-৬) সংসদ সদস্য, আক্তারুজ্জামান বাবু কপিলমুনি কলেজ পরিচালনা পরিষদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) কলেজ মিলনায়তনে শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্যদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় কলেজে অধ্যায়নরত সকল শিক্ষার্থীদের মাঝে উচ্চতর শিক্ষার গুণগতমান ফিরিয়ে আনার জন্য উপস্থিত সকল শিক্ষকদেও তিনি প্রতি আহবান জানান। পাশাপাশি কপিলমুনি কলেজকে কিভাবে জাতীয় করণ করা যায় সেদিকে সর্বত্র চেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্ল্যাহ বাহার, উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল, পরিচালনা পরিষদের বিদ্যুৎসাহী সদস্য হারুন আর-রশিদ, আনন্দ মোহন বিশ্বাস, অভিভাবক সদস্য স্বপন সাহা, শেখ মোহাম্মদ লুৎফর রহমানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও কলেজের শিক্ষক-শিক্ষকাবৃন্দ। পরে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত ১০টার দিকে কাশিমনগর মহানামযঙ্গ অনুষ্ঠানের সূচনা ও পরিদর্শন করেন। পরিদর্শনকালে সেখানে উপস্থিত সকল হরি ভক্ত প্রিয়াসীদের শুভকামনা জানিয়ে সকলের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে আগত ভক্তবৃন্দ ও মহানামযজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাশাপাশি পাইকগাছা উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু, কাশিমনগর সার্ব্বজনীন মহানামযজ্ঞ পরিচালনা পরিষদের সভাপতি আনন্দ মোহন বিশ্বাস, হরিঢালী ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজু, কপিলমুনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি যুগোল কিশোর দে, লতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, কপিলমুনি পুলিশ ফাঁড়ির (পুলিশ পরিদর্শক) ইনচার্জ সঞ্জয় দাশ, কপিলমুনি বণিক সমিতির সাবেক সভাপতি নির্মল কুমার মজুমদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খোকন, হিমাদ্রী শেখর দেসহ কপিলমুনি বাজার ব্যবসায়ীবৃন্দ। 8,600,162 total views, 8,041 views today |
|
|
|