Site icon suprovatsatkhira.com

অনার্স মাস্টার্স শিক্ষকদের এমপিও আপাতত নয়: উপমন্ত্রী নওফেল

যশোর প্রতিনিধি: শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বেসরকারি প্রতিষ্ঠানের অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিও বিষয়ে আমাদের আপাতত কোন পরিকল্পনা নেই। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান সমাপ্ত করেই উচ্চ শিক্ষার বিষয়টি বিবেচনা করা হবে। তিনি আরো বলেন, সৃজনশীল প্রশ্ন পদ্ধতির কারণে গ্রাম ও শহরের ফলাফলের পার্থক্য কমে এসেছে। দক্ষ জনসম্পদ তৈরী না করতে পারলে দেশ অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ হবে না। এ বিষয়কে সামনে রেখে প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। বৃত্তিমূলক ট্রেনিং দেয়া হবে। শনিবার বিকালে যশোরের চৌগাছা উপজেলার ডিভাইন সেন্টারে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
এক প্রশ্নের জবাবে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে এমপিও দেয়া হয় না। এবার এমপিওভুক্তির নীতিগত সিদ্ধান্ত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পেয়েছি। আগামী বাজেটে অর্থ বরাদ্দ সাপেক্ষে এমপিও দেওয়া হবে। শিক্ষা উপমন্ত্রী বলেন, ২০১৮ সালে অনলাইনের মাধ্যমে এমপিও আবেদন গ্রহণ করা হয়েছে। সেই আবেদনে বিভিন্ন ক্রাইটেরিয়া দেওয়া হয়েছিল। সেখানে পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। পয়েন্টের ভিত্তিতে সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে। এতে যদি কেউ ন্যায্যতা বঞ্চিত হয়, তাহলে বিষয়টি দেখা হবে। রাজনৈতিক বিবেচনায় কোন প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হবে না। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সাথে আমাদের আলোচনা চলছে।
উপমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সিদ্ধান্ত হচ্ছে গ্রামে বসেও জনগণ যেন শহরের সকল সুবিধা পায়। সে কারণে সকল কার্যক্রমে রাজনৈতিক নেতৃত্বকে সম্পৃক্ত করতে হবে। গণমাধ্যম, রাজনৈতিক নেতৃত্ব ও সরকারি কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ের মাধ্যমেই দেশকে এগিয়ে নিতে হবে।
মতবিনিময় সভায় যশোর-২ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মাদ আব্দুল আলীম, সচিব প্রফেসর তবিবার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র, কলেজ পরিদর্শক কেএম রব্বানী, প্রধান মূল্যায়ন অফিসার মিজানুর রহমান, উপ-সচিব আবদুস সামাদ আজাদ, উপ-সহকারী প্রকৌশলী কামাল হোসেন, চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমান, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান লাড্ডু, চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার মারুফুল আলম, চৌগাছা পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, যশোর সদর উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ও যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল, চৌগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, জেলা শিক্ষা অফিসার এ.এস.এম আবদুল খালেক, উপমন্ত্রীর এপিএস ও সাবেক ছাত্রলীগ নেতা অমিত কুমার বসু প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজ ও সদ্য জাতীয়করণকৃত চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
পরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি প্রফেসর কামাল উদ্দিনের নেতৃত্বে শিক্ষক প্রতিনিধি দল তার সাথে সাক্ষাৎ করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version