এপ্রিল ৭, ২০১৯
অনার্স মাস্টার্স শিক্ষকদের এমপিও আপাতত নয়: উপমন্ত্রী নওফেল
যশোর প্রতিনিধি: শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বেসরকারি প্রতিষ্ঠানের অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিও বিষয়ে আমাদের আপাতত কোন পরিকল্পনা নেই। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান সমাপ্ত করেই উচ্চ শিক্ষার বিষয়টি বিবেচনা করা হবে। তিনি আরো বলেন, সৃজনশীল প্রশ্ন পদ্ধতির কারণে গ্রাম ও শহরের ফলাফলের পার্থক্য কমে এসেছে। দক্ষ জনসম্পদ তৈরী না করতে পারলে দেশ অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ হবে না। এ বিষয়কে সামনে রেখে প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। বৃত্তিমূলক ট্রেনিং দেয়া হবে। শনিবার বিকালে যশোরের চৌগাছা উপজেলার ডিভাইন সেন্টারে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। 8,587,685 total views, 4,371 views today |
|
|
|