Site icon suprovatsatkhira.com

মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ সৃষ্টিতে সবাইকে এগিয়ে আসতে হবে

যশোর প্রতিনিধি: যশোরের জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেছেন, দিন দিন মানুষের মনুষত্ব নষ্ট হয়ে যাচ্ছে। সামাজিকতা কমে যাচ্ছে। মানুষের প্রতি মানুষের মমতা, ভালোবাসা দায়িত্ববোধ হারিয়ে যাচ্ছে। এর থেকে উত্তরণ ঘটাতে হলে সংস্কৃতি ও চেতনাবোধকে সমৃদ্ধি করতে হবে। যার জন্য আমাদের সকলকে বই পড়তে হবে। বই পড়া ও সংস্কৃতি চর্চা, সাহিত্য চর্চার জন্য সাহিত্য সংগঠন ব্যাপক দায়িত্ব পালন করে। যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদও সে দায়িত্ব পালন করে চলেছে। শনিবার বিকেলে বিদ্রোহী সাহিত্য পরিষদো বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি অধ্যাপক মো. সামসুজ্জামানের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রেসক্লাব যশোরের সম্পাদক আহসান কবীর, যশোর জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার হায়দার আলী, বিশিষ্ট কবি ও গবেষক ড. মুস্তাফিজুর রহমান, কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, ড. শাহনাজ পারভীন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি শহিদ জয়।
বিদ্রোহী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্নার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি পদ্মনাভ অধিকারী, কাজী রকিবুল ইসলাম, নূরজাহান আরা নীতি, আহমদ রাজু, এসএম শরিফুল আলম, আবুল হাসান তুহিন, আহমেদ মাহাবুব ফারুক, অ্যাডভোকেট মাহমুদা খানম, নাসির উদ্দিন, সোনিয়া সুলতানা চাঁপা।
অনুষ্ঠানে কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন, সাধন কুমার অধিকারী, প্রফেসর (অব.) মনিরুজ্জামান, ড. মনিরুজ্জামান, আব্দুল আলীম, শেখ হামিদুল হক, অ্যাডভোকেট জিএম আবু মুছা, শাহরিয়ার সোহেল, জগদীশ দাশ, হাতেম আলী সরদার, আরশি গাইন, রেজাউল করিম রোমেল, গোবিন্দ্র চন্দ্র বিশ^াস, শংকর নিভানন, কমলেশ চক্রবর্তী, সুমন বিশ^াস, নাঈম নাজমুল, কাজী হাবিবা খাতুন, রাশিদা আক্তার লিলি, নার্গিস আক্তার, মেহেদি হাসান সবুজ, ডা. অরুপ কুমার বিশ^াস, মাস্টার লুৎফর, গোলাম রসুল, উত্তম কুমার, রমজানআলী, শ্যামল কান্তি সরকার, বৈদ্যনাথ মন্ডল, রুুহুল আমিন, শরীফ উদ্দিন, ইলিয়াস শাহ, জিহাদ হোসেন হৃদয়, মুুস্তাফিজুর রহমান, হোসেন আলী, এএফএম মোমিন যশোরী, নজরুল ইসলাম, অধ্যাপক মো. জাহাঙ্গীর, সানজিদা খাতুন, লায়লা বেগম, মোস্তানূর রহমান সাক্ষর, হাসিনুর রহমান অক্ষর প্রমুখ। কবিতা পাঠ ও আলোচনা সভা শেষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version