এপ্রিল ১৩, ২০১৯
মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ সৃষ্টিতে সবাইকে এগিয়ে আসতে হবে
যশোর প্রতিনিধি: যশোরের জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেছেন, দিন দিন মানুষের মনুষত্ব নষ্ট হয়ে যাচ্ছে। সামাজিকতা কমে যাচ্ছে। মানুষের প্রতি মানুষের মমতা, ভালোবাসা দায়িত্ববোধ হারিয়ে যাচ্ছে। এর থেকে উত্তরণ ঘটাতে হলে সংস্কৃতি ও চেতনাবোধকে সমৃদ্ধি করতে হবে। যার জন্য আমাদের সকলকে বই পড়তে হবে। বই পড়া ও সংস্কৃতি চর্চা, সাহিত্য চর্চার জন্য সাহিত্য সংগঠন ব্যাপক দায়িত্ব পালন করে। যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদও সে দায়িত্ব পালন করে চলেছে। শনিবার বিকেলে বিদ্রোহী সাহিত্য পরিষদো বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি অধ্যাপক মো. সামসুজ্জামানের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রেসক্লাব যশোরের সম্পাদক আহসান কবীর, যশোর জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার হায়দার আলী, বিশিষ্ট কবি ও গবেষক ড. মুস্তাফিজুর রহমান, কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, ড. শাহনাজ পারভীন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি শহিদ জয়। 8,586,011 total views, 2,697 views today |
|
|
|