দু’জনাতে হাটিছি পাশাপাশি কতনা আবেগেতে মাখামাখি। মেঘলা আকাশে কাল মেঘের পায়চারি মেঠো পথ রয়েছে দূর্বা ঘাসেতে মুড়ি। খালি পায়ে দূর্বা ঘাসেতে খেলে সুর-সুড়ি, আবেগী মনে প্রিয়া রাখিছে মাথা মোর কাধের উপরি। হাতে রাখি হাত চলা আজি সুদূরের পথে রচিবো মোরা নতুন পথ চলি এক সাথে। হঠাৎই মেঘের গর্জনে- প্রিয়া মোর উঠেছে বিচলিত হয়ে। স্বচ্ছ চোখে দেখি তার সংশয়, কোন এক অজানা কারণে তার ভয়। আমার চোখের আশ^স্ত চাহুনিতে বলি তাকে- আমি আছি তোমার সাথে জীবনের প্রতিটা বাঁকে। এবার শ্রাবণী আসিল নামি বটতলে মোদের যাত্রাপথ গেল থামি। দু’দশক বাদেও আজি এ শ্রাবণে ফেলে আসা শ্রাবণী পড়িছে মনে।
8,562,662 total views, 1,367 views today