মার্চ ১, ২০১৯
মণিরামপুরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা
মণিরামপুর (যশোর) অফিস: ‘ভোটার হব ভোট দেব’ এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় প্রথম বারের মত মণিরামপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশন এর উদ্যোগে মণিরামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ উপলক্ষ্যে শুক্রবার (১ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন অফিসার মো. সহিদুর রহমানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান উল্লাহ শরিফী। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হিরক কুমার সরকার, সুশাসনের জন্য নাগরিক (সুজন) মণিরামপুর উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক মো. আব্বাস উদ্দীন, মণিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দীন, থানার এসআই আক্তার হোসেন, বিআরডিপি কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার, আব্দুস সবুর, উপ-সহকারি কৃষি কর্মকর্তা ফরহাদ শরীফ, সঞ্জয় কুমার, বিপ্লব কুমার প্রমুখ। 8,570,278 total views, 8,983 views today |
|
|
|