মার্চ ২৫, ২০১৯
খুলনায় নির্বাচন শতভাগ ফেয়ার হবে: বিভাগীয় কমিশনার
জিএম আব্দুস সালাম, পাইকগাছা: খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। গত ১০ বছরে দেশের সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। দেশের কোন মানুষের এখন আর অভাব নেই। এক সময় দেশে বিদ্যুতের প্রকট সংকট ছিলো। আগামী বছর দেশে ২১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। এখন কোথাও কুড়ে ঘর নেই। কয়েক বছর পর টিনের ঘর পাওয়া যাবে না। কিন্তু ভবিষ্যতে যারা এ দেশে নেতৃত্ব দেবে তারা আজ বিপদগামী। মাদকের মত ক্যান্সার যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তিনি ঐশীর উদাহরণ দিয়ে বলেন, মাদকাসক্তের কারণে পুলিশ দম্পতিকে নিজ সন্তানের হাতে প্রাণ দিতে হয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক পিতা-মাতা উল্লে¬খ করে তিনি বলেন, পরিবারে শান্তির জন্য সবার সঙ্গে সুসম্পর্ক প্রয়োজন। সন্তানকে মানুষের মত মানুষ করার জন্য পিতা-মাতা উভয়কে দায়িত্বশীল হতে হবে। নির্বাচন প্রসঙ্গে বিভাগীয় কমিশনার বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সরকারের কঠোর নির্দেশনা রয়েছে। কোন অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না। রোববার দুপুরে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা মাদক বিরোধী টাস্কফোর্সের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 8,604,675 total views, 12,554 views today |
|
|
|