মার্চ ৩০, ২০১৯
পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচন হবে রোল মডেল হবে: ইউএনও জুলিয়া সুকায়না
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচন খুলনার রোল মডেল হবে উল্লেখ করে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না বলেছেন, সরকার ও নির্বাচন কমিশনের প্রত্যাশা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। তিনি বলেন, সরকার ও নির্বাচন কমিশনের প্রত্যাশা অনুযায়ী রোববারের নির্বাচনে ভোটাররা কোন প্রকার বাঁধা ছাড়াই নির্ভয়ে, নির্বিঘেœ সুন্দর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। ইউএনও জুলিয়া সুকায়না আরো বলেন, ভোটারদের ভয় পাওয়ার কারণ নেই। নির্বাচনের প্রতিটি কেন্দ্র নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। সবাই উৎসবমূখর পরিবেশে ভোট দেবেন। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের। তিনি আইনশৃংখলা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলেন, প্রতিটি কেন্দ্রে ৩০ জনেরও অধিক সরকারি লোক দায়িত্বে থাকবেন, কেন্দ্রে শৃংখলা ও ৪শ গজের নিরাপত্তা নিশ্চিত করার সকল দায়িত্ব আপনাদের। আপনারা কেউ কারোর বেআইনী কথা শুনবেন না। কোন ফাঁদে পা দেবেন না এবং গুজবে কান দেবেন না। প্রয়োজন হলে আইনানুগ শক্তি প্রয়োগ করবেন। তবুও একটি ব্যালট নয়, আধা ব্যালটও যেন অপব্যবহার না হয়। সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে দায়িত্ব পালন করুন। আমরা সকলে মিলে বিন্দু রক্তপাত ও সংঘর্ষ ছাড়াই একটি সুন্দর মডেল নির্বাচন উপহার দিতে চাই। 8,602,284 total views, 10,163 views today |
|
|
|