বসন্ত এসেছে আবার ফুটেছে প্রসূন কোকিল ডেকেছে শাখে বহিছে দখিনা সমীরণ আবার এসেছে দ্বারে নুতন ফাগুন, আ¤্রকুঞ্জে মুকুলের সুভাসিত সমারোহ মধুকর ছুটেছে চুরি করে নিতে কুসুম পরাগ জাগুক কিশোর-কিশোরীর বুকে প্রেমের আগুণ।
আজি এ বসন্তের কোমল প্রভাতে হলুদিয়া বসনে কিশোর-কিশোরীর দলে নাচিয়া গাহিয়া ডাকিছে তোরে হে বসন্ত তুই ধরা দে ওদের শুপ্ত হৃদয়ে, ভেঙে যাক যত কারার বাঁধন আজিকার প্রভাতের মত রাঙিয়ে উঠুক মন বসন্তের রূপরসে ভরে যাক শূন্য জীবন জীবন কে তুলুক নুতন রঙে রাঙিয়ে।
8,572,220 total views, 10,925 views today