(ক) ওহে দাম্ভিক নারী… দাম্ভিকতায় লুটাবে জানি, তবুও একবার বলি হে তব, এতো অহংকার সইবেনা ভব। (খ) ওহে দাম্ভিক নারী… পোশাকে আশাকে কত ঠাট-বাট, বসিয়েছো সম্মানহীনতার হাট, আমিই সুন্দরী একাই একশো, কসমেটিকে ভরা আলমারি-সোকেজ-বাক্সো (গ) ওহে দাম্ভিক নারী….. টাকা-পয়সা, বাড়ি-গাড়ি, নিজেই সবার বড়, দাম্ভিকতার ভারে সকল জাতিকেই করো তুচ্ছোতাচ্ছিল্য। (ঘ) ওহে দাম্ভিক নারী… এ বাজারে ও বাজারে ঘুরে বেড়াও, পরছো আঁধঢাকা শাড়ী, লজ্জা-শরমহীনতায় নানা পুরুষে দেয় উঁকি, উন্মাদনায় ঘুরে দিচ্ছো স্বামীর আমানতের ফাঁকি। (ঙ) ওহে দাম্ভিক নারী… করছো দম্ভের বড়ায়, গরিবেরে গালি দাও মঙ্গলীয় নীচু জাত, দুয়ারে দাড়ালেই হারাবো দাম্ভিক পরাণ, পেটে মারো লাথি মানোনা গুরুজন। (চ) ওহে দাম্ভিক নারী… অদক্ষ নারীর প্রচারী, ভৎসনা করো নীচু শ্রেণি, দাম্ভিকতার স্বীকার সকল গরিব জাতি। (ছ) ওহে দাম্ভিক নারী… ভৎসনা করি যত, দাম্ভিকতা আজ ভৎসনায় পরিণত, ক্ষমা করো মার্জনা করো বাধ্য হয়েছি আমি, তাইতো দাম্ভিকতার পরিচয় তুলে ধরি। (জ) ওহে দাম্ভিক নারী… নারী হয়েও আমি ভৎসনা করি তোমারে, কেননা সবি জ্ঞাত হচ্ছে আজ চোখেরি সামনে, নারী হয়েও তোমারে করি অসম্মান, করছো যে তুমি সকল নারী জাতিকে অপমান।
8,570,873 total views, 9,578 views today