আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি,
আমি কি তা ভুলিতে পারি।
মাতৃভাষার জন্য রাজপথে লাশের সারি,
আমি কি তা ভুলিতে পারি।
বায়ান্নোর সেই করুন ইতিহাস,
ব্যথিত জনের নির্মম পরিহাস,
সন্তান বিয়োগে মায়ের কান্না, ভাই বিয়োগে বোনের কান্না,
আমি কি তা ভুলিতে পারি।
তোমাদের রক্তে হয়েছে ভাষা অর্জন,
যে ভাষাতে বাঙালি করে গর্জন।
বাংলা যে মোদের চলার দিশারি।
আমি কি তা ভুলিতে পারি।