জানালার ভারী পর্দাগুলো
টেনে দিয়ে আমার ঘরটাকে
অন্ধকারময় করার সময়
আমার চোখে পড়লেন সূর্য।
বহুদিন হলো আমি সূর্য দেখি না।
শেষ কবে সূর্য দেখেছি, মনে নেই।
অনেকদিন পর আড়চোখে
আমি পশ্চিম আকাশে ঢলে পড়া
সূর্যটাকে একটু দেখলাম।
যদিও সূর্য দেখার বিন্দুমাত্র বাসনা
আমার ছিল না, তবু সূর্যটাকে
চকিতে দেখলাম
দেখলাম অস্তাচলে দাঁড়িয়েও
হাঁসের ডিমের কুসুমের মতো
কী উজ্জ্বল, টকটকে
গাঢ় লাল গাত্রবর্ণ তাঁর, আহা!
স্বর্ণগহনায় মোড়া নববধূ যেন
ঝলমল করছে আকাশে।