Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরার ৭ উপজেলায় ৮৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ডেস্ক রিপোর্ট: আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে সাতক্ষীরায় ভোট গ্রহণ করা হবে আগামী ২৪ মার্চ। এ লক্ষ্যে ঘোষিত তফশীল অনুযায়ী শেষ দিনে জেলার সাতটি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৮৪জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদের মধ্যে চেয়ারম্যান পদে ২৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৩৮জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৩জন প্রার্থী।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টা পর্যন্ত রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।


রির্টানিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী মনোনীত প্রার্থী আসাদুজ্জামান বাবু, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকত হোসেন, গোলাম মোর্শেদ ও মো. ফজলুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন।
এছাড়া সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে রাশিদুজ্জামান রাশি, মিজানুর রহমান, এসএম মারুফ তানভীর হুসাইন, কাজী আক্তার হোসেন, মো. শাহজাহান আলী ও তামিম আহমেদ সোহাগ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কোহিনুর ইসলাম, তহমিনা ইসলাম ও সোনিয়া পারভীন মনোনয়নপত্র দাখিল করেছেন।

 

তালা উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ঘোষ সনৎ কুমার, এমএম ফজলুল হক ও প্রণব কুমার ঘোষ মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মো. ইখতিয়ার হোসেন, মো. মশিয়ার রহমান, মো. আবদুল জব্বার ও মো. আমিনুজ্জামান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেবুন্নেসা খানম, মুর্শিদা পারভিন, মিসেস মুস্তারি সুলতানা ও শাকিলা ইসলাম জুঁই মনোনয়নপত্র দাখিল করেছেন।

কলারোয়া উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে এইচএম আরাফাত, রবিউল আলম মল্লিক ও কাজী আসাদুজ্জামান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলিনা আনোয়ার, শাহনাজ নাজনীন ও রাজিয়া সুলতানা দুলালী মনোনয়নপত্র জমা দিয়েছেন।


কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী শেখ আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী সাঈদ মেহেদী, সদ্য প্রয়াত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেখ ওয়াহেদুজ্জামানের বড় ছেলে শেখ মেহেদী হাসান সুমন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।


এছাড়া ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডি.এম. সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মথুরেশপুর ইউনিয়নের নওশের আলীর ছেলে মো.আব্দুল হাকিম, উপজেলা যুব লীগের সাবেক আহবায়ক শেখ ইকবাল আলম বাবলু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ নাজিমুল ইসলাম, উপজেলা যুব লীগের সাবেক সভাপতি গাজী জাহাঙ্গীর কবীর, সাবেক যুবলীগ নেতা মোহাম্মদ আব্দুল কুদ্দুস এবং আব্দুল হামিদ সরদার মনোনয়নপত্র দাখিল করেছেন।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন্নাহার, মিসেস আফছানা বেগম, ধলবাড়িয়া মহিলা আওয়ামী লীগের সভাপতি দিপালী রাণী ঘোষ এবং বিষ্ণুপুর ইউপি’র ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য ফারজানা মনোনয়নপত্র দাখিল করেছেন।


আশাশুনি উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পিন্টু মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে অসীম চক্রবর্তী, স ম সেলিম রেজা, সাহেব আলি সরদার, ফিরোজ হোসেন, মতিলাল সরকার, জিএম আক্তারুজ্জামান, আনিছুর রহমান ও আব্দুস সামাদ বাচ্চু এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তৃতীয় লিঙ্গের হেনা গাজি ও মোসলেমা খাতুন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন, ডিএম আজিবর রহমান, জিএম সাদিকুর রহমান ও জিএম ওসমান গনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে সম আবদুস সাত্তার, শেখ ফারুক হোসেন, মো. মিজানুর রহমান, জিএম কামরুজ্জামান ও মো. সাঈদুজ্জামান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাফিজা সুলতানা, পাপিয়া হক ও নুরজাহান পারভিন মনোনয়নপত্র জমা দিয়েছেন।


এদিকে, দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল গনি, অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাঈদ মাহফুজুর রহমান, মাহবুবুল আলম খোকন ও ওজিয়ার রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মিজানুর রহমান মিন্নুর, মনিরুল ইসলাম মনি, আনিসুর রহমান বকুল, রিয়াজুল ইসলাম ও হাবিবুর রহমান সবুজ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আমেনা রহমান, আফরোজা পারভিন, জিএম স্পর্শ ও প্রিয়াংকা রাণী মনোনয়নপত্র দাখিল করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version