ফেব্রুয়ারি ২৬, ২০১৯
সাতক্ষীরার ৭ উপজেলায় ৮৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
ডেস্ক রিপোর্ট: আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে সাতক্ষীরায় ভোট গ্রহণ করা হবে আগামী ২৪ মার্চ। এ লক্ষ্যে ঘোষিত তফশীল অনুযায়ী শেষ দিনে জেলার সাতটি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৮৪জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টা পর্যন্ত রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
তালা উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ঘোষ সনৎ কুমার, এমএম ফজলুল হক ও প্রণব কুমার ঘোষ মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মো. ইখতিয়ার হোসেন, মো. মশিয়ার রহমান, মো. আবদুল জব্বার ও মো. আমিনুজ্জামান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেবুন্নেসা খানম, মুর্শিদা পারভিন, মিসেস মুস্তারি সুলতানা ও শাকিলা ইসলাম জুঁই মনোনয়নপত্র দাখিল করেছেন। কলারোয়া উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু মনোনয়নপত্র জমা দিয়েছেন।
শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন, ডিএম আজিবর রহমান, জিএম সাদিকুর রহমান ও জিএম ওসমান গনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে সম আবদুস সাত্তার, শেখ ফারুক হোসেন, মো. মিজানুর রহমান, জিএম কামরুজ্জামান ও মো. সাঈদুজ্জামান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাফিজা সুলতানা, পাপিয়া হক ও নুরজাহান পারভিন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
8,605,958 total views, 13,837 views today |
|
|
|