ফেব্রুয়ারি ২০, ২০১৯
সাতক্ষীরার পথে পথে একুশে সুভাষ চৌধুরী
![]() গৌরব অহংকার আর গরিমার আরও একটি দিন পার করছি আমরা। ভূবনজোড়া একুশে উদযাপন আমাদের গরিমাকে আরও বৃদ্ধি করেছে। অহংকারে আমরা আরও বিকশিত হয়েছি, পুষ্পের মতো আরও সহস্র পাপড়ি নিয়ে প্রস্ফুটিত হয়েছি আমরা, বাঙালিরা। মহান একুশে পালিত হচ্ছে বিশ্বের দেশে দেশে। আফ্রিকার দেশ সিওরালিয়ন পালন করছে সে দেশের দ্বিতীয় ভাষা হিসাবে মর্যাদা পাওয়া আমাদের বাংলা ভাষার জন্য আত্মদানকারীদের স্মরণ করে। 5,741,336 total views, 685 views today |
|
|