পৌষ পার্বনের শেষে মাঘের আগমণে
এসেছে স্বরস্বতী মা,
করতে চাই বরণ মাগো কিছুই জানি না
মূঢ় আমি, অজ্ঞান আমি, আমি দ্বীন হীন
তোমার পূজা করবো মাগো শ্রী পঞ্জমির দিন।
সারা দেশে ধুম পড়েছে, হবে স্বরস্বতী পূজা
অঞ্জলী শেষে প্রসাদ খেয়ে, করব সবাই মজা
বিদ্যার দেবী মা যে আমার বীণা পানি নাম
অশ্রু নয়নে তোমার চরণে, পায় যেন মোর ঠাই।