মন ভাল নেই, কলমে কবিতা নেই তোমার স্মৃতিগুলো লোপ পাচ্ছে মনে সুখ নেই, বসন্তের ঝির ঝিরে হাওয়া নেই কবিতায় আসছে না ছন্দ আর। বিষদ মন নিয়ে বসে আছি জনতান ভীড়ে না জানা আশংকায়, প্রার্থনা করি নিয়ত। মন ভাল নেই বসন্তে আকাশে মেঘ নেই নদীতে জোয়ার নেই ওঠে না আর তুফান। তোমার কষ্টের মধ্যে হারিয়েছি আমি বোঝে বা জানে না কেউ মন ভাল নেই তবুও অপেক্ষা করি তোমার মুখের সুন্দর একটা হাসির জন্য।
5,685,132 total views, 51 views today