মহা উপকারে বাঁধিয়াছ মোরে করিয়াছ দান মোর এ জীবন, কিসে শোধ করি বল হে কান্ডারী তোমার ওই প্রেমের প্রতিদান। সাতটি সাগরে আছিনু ওপারে তোমার গুণগানে মত্ত সদায়, সেখান হইতে জনম লইতে পাঠাইয়েছ বল কেন এ ধরায়? কোন সুখ লভে পাঠায়েছ ভবে মিথ্যার দায়ে দিয়াছ পরবাসে, ভবের এ হাটে কিছু নাই গাঁটে বিশ্বাসীর মন গেল সর্বনাশে। বড় স্ব-যতনে গভীর সে ধ্যানে মস্তক উপরে রাখিয়াছ মোরে, মাতার জঠরে ত্যাজিনু তোমারে লাল-নীল বাতি ঝলসানো ঘরে। রয়ে বহুদিন হয়ে শুধু ঋণ চিন্তন বাড়ে, সংশয় বাড়ে মনে, এপার-ওপার কিছু নাই আর সকলি হেরিনু বিষম তুফানে। আহার দিয়েছ বসন দিয়েছ যাহা লাগিয়াছে জীবনের তরে, দিয়েছ সকল ভরিয়াছ ভাল ডাকিনি কেনই বা একটি বারে। পাষাণে হৃদয় বেঁধেছি নির্দয় যৌবনে কেন ডাকিনি কভূ হায়, কালের খেয়ায় পড়ে অবেলায় স্বজল নেত্র নির্ঝর গীত গায়। তোমার লিখনী ভুল নহে জানি করেছ খেলা সকল প্রাণীকূলে, কেহবা আবার না পেয়ে পাথার মহা পাপেতে ঝরে যায় মুকুলে। ভাঙ্গা-গড়া সবে সাঙ্গ হবে কবে বল মোরে কিসে হবে অবসান, এপার-ওপারে বল কোন পারে? দিব তোমায় একটু প্রতিদান।
8,574,824 total views, 2,594 views today