জানুয়ারি ২, ২০১৯
পাইকগাছার সাংবাদিকদের প্রতিবাদ সভা
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছার সাংবাদিকদের স্বাধীনতা বিরোধী পক্ষের সাংবাদিক উল্লেখ করে সংবাদ প্রকাশিত হওয়ায় তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ সভা করেছেন সাংবাদিকরা। উল্লেখ্য, গত মঙ্গলবার কয়েকটি পত্রিকা ও বিভিন্ন অনলাইনে ‘পাইকগাছায় সাংবাদিকদের সঙ্গে ইউএনওর অশোভন আচরণ’ সহ ভিন্ন শিরোনামে খবর প্রকাশিত হয়। প্রকাশিত খবরে সম্মিলিত সাংবাদিক জোটের বরাত দিয়ে উল্লেখ করা হয় খুলনা-৬ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ করেছেন। পাশাপাশি উল্লেখ করা হয়েছে, সহকারী রিটার্নিং অফিসারের দপ্তর থেকে নির্বাচনের তথ্য সংগ্রহের জন্য স্বাধীনতা বিরোধী পক্ষের সাংবাদিকদের কার্ড সরবরাহ করা হয়েছে। এ ধরণের খবর দেখে প্রশাসনের পাশাপাশি বিস্মিত হয়েছে পাইকগাছার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। সংবাদে উল্লিখিত বিষয় দুটির সাথে বাস্তবতার কোন মিল নেই। সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলিয়া সুকায়না নির্বাচনী কাজসহ বিভিন্ন সময়ে তিনি সাংবাদিকদের সবসময় সহযোগিতা করে আসছেন। এমনকি তিনি নির্বাচনী তথ্য সংগ্রহের জন্য পেশাদার সাংবাদিকদের নির্বাচন কমিশন প্রদত্ত কার্ডও প্রদান করেন। এছাড়া প্রকাশিত সংবাদে সাংবাদিকদের স্বাধীনতা বিরোধী উল্লেখ করায় পেশাদার সাংবাদিকদের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে। এর প্রতিবাদে বুধবার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 8,610,974 total views, 2,631 views today |
|
|
|