উত্তরি বায় হিমেল হাওয়ায় ঠান্ডা লাগে গায়, কৃষক-শ্রমিক-মুটে-মজুর আদুল গায়ে ধায়। অভাব তাদের বস্ত্র কেনায় গোমড়া মুখে চায়, খাটুনি বেশী সামান্য আয় সংসার কেমনে চালায়। প্রাতঃ হলেই আগুন জ্বালায় শীত তাড়াতেই অগ্নি পোহায়, উত্তরি বায় শীতে কাঁপায় অনেকে কম্বল-কাঁথা গায়ে দেয়। হিমেল হাওয়ায় দেহ কাঁপায় হিম কামড়ে প্রাণ যেন যায়, খেজুরের রস পাড়ায়-মহল্লায় মিষ্টি রসে মনটা জুড়ায়। নিশি বেলায় পাড়ায় পাড়ায় পিঠা-পায়েসে ধুম পড়ে যায়, কাস্তে বড়া রসে চুপায় রসের পিঠায় মন ভরে যায়। উত্তরি বায় হিমেল হাওয়ায় যুবক মাতে র্যাকেট খেলায়, পড়ার টেবিলে পড়ুয়া ঘুমায় পৌঢ়রা ধায় লেপে-কাঁথায়।
8,577,939 total views, 5,709 views today