পাইকগাছা প্রতিনিধি: দুধ, ডিম, মাংস উৎপাদনের মাধ্যমে আমিষের ঘাটতি পূরণ ও মেধাবী জাতি গঠনের উদ্দেশ্যে পাইকগাছায় এনএটিপি-২ (ন্যাশনাল টেকনোলজি প্রজেক্ট) এর আওতায় উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে বিনামূল্যে গরু, ছাগল, হাঁস-মুরগি কৃমিনাশক ওষুধ ও চিকিৎসা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার মঠবাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত এ সেবা প্রদান করা হয়। বিনামূল্যে ভ্যাকসিন ও চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন করেন গদাইপুর ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভেটোরিনারী সার্জন ডা. পার্থ প্রতীম রায়, প্যানেল চেয়ারম্যান জগন্নাথ দেবনাথ, প্রাণিসম্পদ উপ-সহকারী তরিকুল ইসলাম, কামাল হোসেন, সিইএএল ফসিয়ার রহমান, সাবেক ইউপি সদস্য এন.এম জাহাঙ্গীর প্রমুখ।