রাত গভীর হয়েছে তো শুরু হয় হিসেবের হালখাতা মানব, দানব আর জড়’র পরিচয়। জমজমাট দিন-রাত্রির ইতিহাস ডুব দেয় চোখের ভেতর। মহাকাল লেখে কার্তিক, অগ্রহায়ণ কিংবা পৌষ আষাঢ়-শ্রাবণ যেন মামা-ভাগ্নে। গুচ্ছ গুচ্ছ কীর্তি আর নিলামি মন কালির আঁচড়ে ছিঁড়ে ফেলে চোখ বিস্ময়ের আড়তে চলে দরকষাকষি বদনাম-সুনাম রক্তের বৈঠকে ইথিলন ছোবলে কুরে কুরে খায় মজ্জাগত পৃথিবীতে শ্রীজাত সমাজ।
8,574,780 total views, 2,550 views today