রোববার (২ ডিসেম্বর) সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এসএম মোস্তফা কামাল তার কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানান।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে সাতক্ষীরা-১ আসনে দলীয় মনোনয়ন না থাকায় আওয়ামী লীগের বিএম নজরুল ইসলাম, ঋণ খেলাপি হওয়ায় আওয়ামী লীগের বিশজিত সাধু, মনোনয়নপত্রে তথ্য অসম্পূর্ণ থাকায় ন্যাপের মো. হায়দার আলী, ১ শতাংশ ভোটারের সমর্থনপত্র না থাকায় স্বতন্ত্র প্রার্থী এসএম মুজিবুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম ইসলাম, সাতক্ষীরা-২ আসনে হলফনামায় ননজুডিশিয়াল স্ট্যাম্প না থাকায় জেএসডির আফসার আলী ও সাতক্ষীরা-৪ আসনে ১ শতাংশ ভোটারের সমর্থনপত্র না থাকায় স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমানের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়া বাকী ৩১জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।