ডিসেম্বর ৯, ২০১৮
সাতক্ষীরায় চূড়ান্ত প্রার্থী ২১, প্রত্যাহার ৫, বাতিল ৬
ফাহাদ হোসেন: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনের ৩২ জন বৈধ প্রার্থীর মধ্যে পাঁচজন মনোনয়নপত্র প্রত্যাহার ও ছয়জনের মনোনয়নপত্র বাতিল হওয়ায় চূড়ান্ত লড়াইয়ে অংশ নিচ্ছেন ২১ জন প্রার্থী। রোববার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস জানায় এ তথ্য জানিয়েছে। সূত্র মতে, সাতক্ষীরা-১ আসনে মনোনয়নপত্র দাখিলকারী জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের শেখ মো. ওবায়েদুস সুলতান ও স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এছাড়া দলের মনোনয়ন পত্র না থাকায় অটো বাতিল হয়েছে বিএনপির শাহানারা পারভীনের মনোনয়নপত্র। সাতক্ষীরা-২ আসনে মনোনয়নপত্র দাখিলকারী বিএনপির রবিউল ইসলাম খান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) মো. আফছার আলী ও বিএনপির মোহাম্মাদ আব্দুল আলিম (বিএনপি) মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। সাতক্ষীরা-৩ আসনে দলের মনোনয়নপত্র না থাকায় বিএনপির মুহা. রবিউল বাশারের মনোনয়নপত্র অটো বাতিল হয়েছে। ফলে এই আসনে ভোটের লড়াইয়ে অবতীর্ণ হচ্ছেন- বাংলাদেশ আওয়ামী লীগের ডা. আ ফ ম রুহুল হক, বিএনপি মো. শহিদুল আলম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইসহাক আলী সরদার। সাতক্ষীরা-৪ আসনে দলের মনোনয়নপত্র না থাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কাজী আলাউদ্দীন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মো. আব্দুস সালামের মনোনয়নপত্র বাতিল হয়েছে। ফলে এই আসনে ভোটের লড়াইয়ে অবতীর্ণ হচ্ছেন- বিকল্পধারা বাংলাদেশের এইচএম গোলাম রেজা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জিএম নজরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের এসএম জগলুল হায়দার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল করিম, জাতীয় পার্টি মো. আব্দুস সাত্তার মোড়ল ও প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপির মো. রবিউল ইসলাম জোয়াদ্দার। 8,603,550 total views, 11,429 views today |
|
|
|