ডিসেম্বর ৯, ২০১৮
মণিরামপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: ‘আসুন, জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এই শ্লোগানকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মণিরামপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০১৮ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও স্থানীয় সততা সংঘের আয়োজনে এ উপলক্ষ্যে রোববার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থী সমাবেশ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মো. রহমতূল্যাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাইয়েসা হাসান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্বাস উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অরুন কুমার নন্দন, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটন, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমি আকতার, নেহালপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ চঞ্চল ভট্টাচার্য্য, চিনাটোলা কলেজের অধ্যক্ষ সাজ্জাদ হোসেন, মণিরামপুর সরকারি কলেজের অধ্যাপক আব্দুল আলিম, প্রধান শিক্ষক নওশের আলী, পৌর কাউন্সিলর গীতা রানী কুন্ডু, শিক্ষক নজরুল ইসলাম, সমাজসেবক খলিলুর রহমান, আমেনা খাতুন, শফি সম্রাট, গোলাম মোস্তফা প্রমুখ। পরে দুর্নীতি বিরোধী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়। 8,576,688 total views, 4,458 views today |
|
|
|