ভালোবাসি, বড় ভালোবাসি-প্রিয় তোমার ওই রিক্ত বদন খানি। স্বাদ পেতে চাই, ক্ষুধা নাহি মেটে, তোমারি স্মিত হাস্য ধ্বনি। ওগো চিত্ত জাগানিয়া, এলে মোর পাশে সৌরভ পুষ্পে ভরিয়াছ প্রাণ- আপন কাম্পিল্যে- আমি তোমারে পেতে চাই আপন আবেশে। ওগো কল্পলোক, তোমার দেখা নাহি পাই- পাই না তোমার দর্শন। আছো কোথায় প্রিয়া- দাও মোরে দর্শন। প্রেম ক্ষুধা মিটবে নাকো, মোর ভালোবাসা। তুমি শশী হয়ে দেখছো মোরে আপন পরাণ যন্ত্রণা। কোন সে পারের মনিবক তুমি কোন সরোবরে জন্ম তোমার আসিব আমি তোমার কাছে বিনিদ্র রজনী জেগে, দুঃসাহসিক নাবিক হয়ে। পাড়ি দিব আমি শত হিংস্র হিল্লোল- জয় করবো তোমারে আমি – হে আমার মানস-রঙ্গিণী।
8,579,063 total views, 6,833 views today