আজ তৃষ্ণাদের চাতালে যাব ব্যোমর্হু চাঁদে দ্যাখ আগুন লেগেছে বহরে সেজেছে জুনিয়র মলুয়া, মলুয়ার নৃত্যে, দ্বীপ-সেন্টমার্টিনও যেন পুতুল হয় শঙ্খিনী নাগের ঠোঁটে যেটুকু বিষ থাকে তার একটুকুও কি নিয়েছি হৃদয়ে? মলুয়ারে শুধাও, ভিন দেশী বণিকের চোখে সে কি নাগর খুঁজতে যাবে? নাকি বকিল অঙ্গে ঢেলে নেবে বিষ পিয়ালায়। এপারের শামুক নীড়ে ভালোবাসা সংক্রান্ত যে আর কিছু নেই।
8,578,220 total views, 5,990 views today