ডিসেম্বর ৯, ২০১৮
রণাঙ্গনের কথা: সেই নির্যাতনের কথা মনে উঠলে আজও আৎকে ওঠেন আছিয়া খাতুন
মীর খায়রুল আলম/এমএ মামুন, দেবহাটা (সদর): বীরঙ্গনা আছিয়া খাতুন। পরিবারের অভাবের তাড়নায় অল্প বয়সেই বিয়ে হয়েছিল দেবহাটা উপজেলার টাউনশ্রীপুরের আজিজপুর গ্রামের দিনমজুর রমজান আলীর সাথে। বিয়ের কয়েক বছর পর একটি কন্যা সন্তান জন্ম দিলেও জন্মের পর তার মৃত্যু হয়। এর কিছুদিন পরই শুরু হয় মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনী তার উপর পাশবিক নির্যাতন চালায়। 8,815,042 total views, 21,287 views today |
|
|
|