ডিসেম্বর ৩১, ২০১৮
বাংলাদেশের প্রবন্ধ সাহিত্যে স্বদেশচিন্তা কবির রায়হান
বাংলা প্রবন্ধ সাহিত্যে দুশো বছরব্যাপী স্বদেশ চিন্তা অব্যাহত রয়েছে। পাশ্চাত্য শিক্ষালব্ধ চেতনা থেকে যখন জীবন জিজ্ঞাসা জাগ্রত হলো, তখন থেকেই প্রবন্ধের মাধ্যমে স্বদেশ চিন্তার সূত্রপাত। নিজের জন্মভূমির রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাগত ও ভাষাগত সংকট ও সম্ভাবনা সম্পর্কে নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ, ন্যায়সংগত, সঠিক ও সটীক দৃষ্টান্তসহ বিচার বিশ্লেষণ এবং বাস্তবভিত্তিক নির্দেশনা প্রদান করাকে স্বদেশচিন্তা বলা যায়। রামমোহন রায়, অক্ষয় কুমার দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বংকিমচন্দ্র চট্টোপাধ্যায়, ভূদেব মুখোপাধ্যায়, স্বামী-বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, প্রমথ চৌধুরী, মীর মুশাররফ হোসেন, কাজী নজরুল ইসলাম, বেগম রোকেয়া, কাজী ইমদাদুল হক, লুৎফর রহমান প্রমুখ প্রবন্ধকারগণ স্বদেশচিন্তার প্রকাশ, বিকাশ ও সমৃদ্ধ করেছিলেন। 8,579,055 total views, 6,825 views today |
|
|