ডিসেম্বর ৯, ২০১৮
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে রোববার সকালে এ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাড. শেখ লোকমান হোসেনের সভাপতিত্বে ‘আসুন জাতীয় উন্নয়নের স্বার্থে, দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন। বক্তব্য রাখেন, অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক জিএমএম আজাহারুল ইসলাম, কমিটির সদস্য ও সাংবাদিক আব্দুল আজিজ, স্নেহেন্দু বিকাশ, নিজাম উদ্দীন, জামিনুর ইসলাম ও হিরন্ময় রায়। 8,701,322 total views, 3,654 views today |
|
|
|