ডিসেম্বর ৯, ২০১৮
পাইকগাছায় আওয়ামী লীগের প্রার্থী বাবুর মতবিনিময়
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডের দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করেছেন খুলনা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী আকতারুজ্জামান বাবু। তিনি শনিবার সন্ধ্যায় পৌরসভার সরল বাজারস্থ শেখ রাসেল স্মৃতি সংসদ কার্যালয়ে এ মতবিনিময় করেন। মতবিনিময় কালে তিনি জেলার প্রথম পৌরসভাকে মডেল পৌরসভায় রূপান্তর করাসহ নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নের জন্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট মনোনীত প্রার্থীকে নৌকা প্রতীকে ভোট দিতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান রশীদুজ্জামান, উপজেলা যুবলীগের সমন্বয়ক শেখ আনিছুর রহমান মুক্ত, কাউন্সিলর অহেদ আলী গাজী, আলাউদ্দীন গাজী, ইঞ্জিনিয়র মারুফ বিল্লাহ, আব্দুল মজিদ বয়াতী, লুৎফর রহমান, আব্দুল গফফার মোড়ল, ডা. মনোরঞ্জন রায় ও হাসানুর রহমান। 8,412,714 total views, 867 views today |
|
|
|