আমি কলম।
আমার মুখে তোমাদের মস্তিস্কের
নিঃসৃত বাণী ঝরায়,
তোমরা আমাকে ব্যবহার কর
সৎ বাক্য লিখিতে,
সাদা কাগজের বুকে একটু আচড় কাটো,
সে আঁচড় যেন যুগে যুগে প্রবাহিত হয়।
আমাকে এমন কেউ ব্যবহার কর না,
যে অন্যের ক্ষতির সৃষ্টি হয়।
আমি জ্ঞানীর সাথী,
জ্ঞানই আমার মুখে শোভা পায়।