পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার পারুলিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে শরিফুল ইসলাম (৪০) নামের এক কৃষকের সবজি ক্ষেত ও অন্যান্য ফসলের গাছ কেটে ক্ষতি সাধনের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১ নভেম্বর) রাতে পারুলিয়া কতবেলতলা শেখপাড়ায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত শরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী বাহাদুর শেখের ছেলে ফরিদ হোসেন ও তার বখাটে ভাগ্নে শাওন হোসেন পরিকল্পিতভাবে তার সবজি ক্ষেতে যাবতীয় ফসল ও অন্যান্য মূল্যবান গাছ ধারালো দা দিয়ে কেটে দিয়েছে। এ ঘটনায় জড়িত ফরিদ হোসেন ও তার বখাটে ভাগ্নে শাওনের বিরুদ্ধে দেবহাটা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।