নভেম্বর ৪, ২০১৮
দেবহাটায় সংবর্ধনা অনুষ্ঠানে ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা: বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে বাংলাদেশের উন্নয়নে পাশে থাকবে ভারত
মীর খায়রুল আলম ও মোমিনুর রহমান: ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশ এবং ভারত একে অন্যের বন্ধু রাষ্ট্র। স্বাধীনতার পূর্ব এবং পরবর্তী সময় বাংলাদেশে নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ভারত। এমনকি স্বাধীনতা যুদ্ধের সময় শরণার্থীদের আশ্রয়, ত্রাণ, সেনা দিয়ে সহযোগিতা করেছিল। দীর্ঘ দিন ধরে এই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রয়েছে। স্বাধীনতা পরবর্তী মুজিব ও ইন্দ্রিরা চুক্তি হয়। যার মাধ্যমে ধীরে ধীরে বাংলাদেশ তার লক্ষ্যের দিকে এগুতে থাকে। এখানেই শেষ নয় আপনারা জানেন, ১৯৬৫ সাল থেকে খুলনা টু কোলকাতা ট্রেন চালু ছিল। কিন্তু বিগত কয়েক যুগ বছর ধরে সেটি বন্ধ হয়ে যায়। সম্প্রতি শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যৌথ প্রচেষ্টায় সেটি আবার চালু হয়েছে। এমনকি দু-দেশের যাত্রীদের জন্য বাস সার্ভিসও চালু হয়েছে। সেই সাথে পাসপোর্ট যাত্রীদের ভ্রমণ সহজ করতে বিভিন্ন উদ্যোগও বাস্তবায়ন করা হচ্ছে। তাছাড়া দু-দেশের শান্তি বজায় রাখতেও কাজ করছে সরকার। 8,815,796 total views, 142 views today |
|
|
|