তালা প্রতিনিধি: তালায় গাছ থেকে পড়ে গিয়ে মিজানুর সরদার (৩৬) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার পাঁচরখি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর পাঁচরখি গ্রামের মৃত আফাজ সরদারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ির উঠানের সুপারি গাছ থেকে সুপারি পাড়ার সময় গাছ ভেঙে মাটিতে পড়ে যায় মিজানুর। গুরুতর আহত মিজানকে উদ্ধার করে তালা হাসপাতালের নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।