ভোটের সময় আসলে দেখি দরদী হও তুমি,
এই করিবে সেই করিবে কত কিছু শুনি।
মসজিদ মন্দির গির্জাতে তোমার আগমন,
জনগণে বুজতে পারে সামনে নির্বাচন।
তোমায় নিয়ে চেলা পেলা করে হৈ চৈ,
হয়ে গেলে এমপি মন্ত্রী তখন তুমি কই?
শপথ গ্রহণ করো তুমি করবে দেশের সেবা,
দিন না যেতেই সব লুটে পুটে খাও করো না তো দ্বিধা?
কুড়ে ঘরের খর হটিয়ে করো অট্টালিকা,
দিন বা দিন উন্নতি তোমার জনগণের টাকা।
ভোটের দেয়া প্রতিশ্রুতি কি করে যাও ভুলে,
মরার পরে ক্ষমতা তোমার কোথায় যাবে চলে।
নেতা হয়ে ন্যায় নীতি যদি রাখো ধরে,
বিশ্বপটে যুগযুগান্তে তুমি বেঁচে রবে।