এসএম নাহিদ হাসান: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট যুদ্ধে অংশ নিতে সাতক্ষীরার তিনটি আসনে দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি। সোমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার তাদের হাতে দলীয় মনোনয়নপত্র তুলে দেন।
জাতীয় পার্টির মনোনয়নপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের তথ্য উপদেষ্টা সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, সাতক্ষীরা-২ আসনে জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন ও সাতক্ষীরা-৪ আসনে জাতীয় পার্টির কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আবদুস সাত্তার মোড়ল।
জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন সুপ্রভাত সাতক্ষীরাকে বিষয়টি নিশ্চিত করে জানান, সাতক্ষীরার চারটি আসনের মধ্যে তিনটি আসনে জাতীয় পার্টি দলীয় মনোনয়ন ঘোষণা করেছে। এখনো মহাজোটের প্রার্থী ঘোষিত হয়নি। আমরা ২৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিল করবো।