নভেম্বর ৫, ২০১৮
দেবহাটায় সার ও বীজ বিতারণ অনুষ্ঠানে ডা. রুহুল হক: কৃষি ও কৃষকের উন্নয়নে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই
এমএ মামুন, দেবহাটা (সদর): সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য আ.ফ.ম রুহুল হক বলেছেন, কৃষি ও কৃষকের উন্নয়নে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই। শেখ হাসিনা ক্ষমতায় এলে কৃষকসহ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে। মানুষের জীবন মানের উন্নয়ন হয়। আর সে কারণে সার, ডিজেল নিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে কৃষককে এখন জীবন দিতে হয় না। সরকার কৃষকদের জন্য বিভিন্ন নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে। সার, বীজ, কৃষি উপকরণ বিনামূল্যে সরবরাহ করছে। বিগত দিনের তুলনায় বর্তমান কৃষি বিভাগে অতুলনীয় পরিবর্তন ঘটেছে। আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে বিদেশে রপ্তানি করছি। কৃষকদের জন্য কৃষিতে নতুন প্রযুক্তি ও উন্নত জাত ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করা হয়েছে। সাথে সাথে এ্যাপস দিয়ে কৃষি বিষয়ক সকল সমস্যা ইন্টারনেটের মাধ্যমে সমাধান দেওয়া হচ্ছে। এতে কৃষক ক্ষেতে বসে সমস্যার সমাধান পেয়ে উপকৃত হচ্ছে। আগামী দিনে এই উন্নয়ন অব্যাহত রাখতে হলে শেখ হাসিনাকে আবারো বিজয়ী করে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। 8,889,287 total views, 180 views today |
|
|
|