অশ্রুর রোদনে করুন বেদনায়, ক্ষত-বিক্ষত হৃদয়ের কান্নায়। আহাজারি সব আত্মীয় স্বজনের – দিয়ে গেলে মোদের মরণ জ্বালা।
তোমরা সবে চলে গেলে, দিয়ে গেলে মোরো ব্যথা। নির্বাক হয়ে চেয়ে রইলাম, নয়নেতে বারী ধারা।
দেখিব তোমাদের আমি, ওই রোজ হাসরের ময়দানে- মিলন হবে মোদের- সিনাই-সিনাই, কাধে, হাতে হাত রেখে।
8,582,904 total views, 10,674 views today