শহরের প্যবেশদ্বারে পৌঁছুলেই ঘুমন্ত লতাগুল্ম জেগে ওঠে নিমেষে এফোঁড় ওফোঁড় করে দেয় পদ্মার ঢেউ হাঁটতে হাঁটতে আলোর মিছিল চলে সোনালী ধানের ক্ষেত, বালুর পাহাড় আর ইতিহাস ডিঙিয়ে কবিতার শহরে। মাটির দীর্ঘশ্বাস ফুরোলে জন্ম নেবে একটি শীর্ষস্থানীয় রাত। আজগুবি কান্নায় ডুবে পাখির চোখ শরবত শরীরে জাগে মিথ্যের গহ্বর প্রতিবেশী কষ্টগুলো তখন হাসে, কাঁদে পরকীয়ার নিবিড় আলিঙ্গনে। আততায়ী বাতাস মেঘের মৃদু কম্পণ বুনো দর্শক ধর্ষকই হয়- অর্বাচীন সময়ের নাবালক রোদ গাঢ় শিশিরে হাসে নতুন বউয়ের লাল বেনারসি। ……………………………
8,580,312 total views, 8,082 views today